Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিডিপি মোতায়েন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি  শারদীয় দূর্গাপজা , নির্বাচন সহ রাষ্ট্রীয় যেকোন প্রয়োজনে অন্যান্য বাহিনী ও সংস্থার সাথে কাজ করার জন্য আনসার ও ভিডিপি সদস্য / সদস্যা মোতায়েন করে থাকে 

এই মোতায়েন - দৈনিক পেমেন্ট ভিত্তিক ও স্বেচ্ছা শ্রম ভিত্তিক হয়ে থাকে ।  

ভিডিপি মোতায়েনের জন্য মোতায়েনে ইচ্ছুক  ভিডিপি সদস্য / সদস্যাদের নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজনঃ

  • বয়সঃ ১৮ থেকে ৫০বছর।
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাস, তদূর্ধদের অগ্রাধিকার দেয়া হয়।
  •  উচ্চতাঃ ৫’- ৪”(পুরুষ) ৫’- ০” (মহিলা) (অধিক উচ্চতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হয়)।
  • বৈবাহিক অবস্থা বিবাহিত/অবিবাহিত উভয়ই। 
  • ভিডিপি/ আনসার প্রশিক্ষণ সনদ 
  • স্মার্ট কার্ড (যদি থাকে),
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদ পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, 
  • বিশেষ বিশেষ ক্ষেত্রে  পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট
  • জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র (অন্য জেলার প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য), 
  • ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি। ইত্যাদি প্রয়োজন হয়

মোতায়েনের জন্য প্রত্যেক উপজেলাতে নির্ধারিত দিনে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত বাছাই কার্যক্রমে উপরে উল্লেক্ষিত কাগজ পত্রের মেইন কপি ও এক সেট ফটোকপি নিয়ে কমিটির সামনে উপস্থিত থাকতে হয় ।

বাছাইকৃত সদস্য/ সদস্যাদের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তার স্বাক্ষরিত মোতায়েন আদেশের মাধ্যমে মোতেয়েন করে থাকেন ।  

Direction from Atrai Bridge.