বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশা ভিত্তিক প্রশিক্ষণ গুলো হলো-
১)ব্যাসিক কম্পিউটার ও ফ্রি-লাইন্সিং।
২।সেলাই ও ফ্যাশন ডিজাইন।
৩।মুক্তা চাষ।
৪।হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং সার্ভিস।
৫।গবাদি পশু পালন।
৬।মৎস্য চাষ।
প্রশিক্ষণের যোগ্যতা-'
১।বয়স-১৮ হতে ৩০ বছর
২।শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম -এসএস সি পাস ।
৩।ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ।
৪।প্রশিক্ষণে আগ্রহী হতে হবে ।
৫।এলাকাতে সুনামের অধিকারী হতে হবে।
সকল প্রশিক্ষণের জন্য ভোটার আইডি কার্ড আবশ্যিক ভাবে থাকতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস