বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ-
১।ওয়েবসাইট ৪ জি।
২।রেফ্রিজারেটর এ্যান্ড এয়ার কন্ডিশনিং
৩।ইলেকট্রিক্যাল এ্যান্ড হাউজ ওয়ারিং।
৪।টাইলস ফিটিং
৫।পাইপ ফিটিং ও প্লাম্বিং।
৬।ওভেন মেশিন অপারেটিং।
৭।সোয়েটার মেশিন অপারেটিং।
৮।অটোমেকানিক্স
৯।মোটর ড্রাইভিং
১০।মোবাইল সার্ভিসিং।
প্রশিক্ষণের যোগ্যতা-
ক)বয়স -১৮ হতে ৩০ বছর।
খ)ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।
গ)কম্পিউটার প্রশিক্ষণের জন্য এস এস সি পাস ।
ঘ)অন্য প্রশিক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস।
ঙ)প্রশিক্ষণে আগ্রহী ,
এলাকাতে সুনামের অধিকারী হতে হবে ,
সকল প্রশিক্ষণের জন্য ভোটার আইডি আবশ্যিক ভাবে থাকতেই হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস